গাড়ির ফিটনেস পরীক্ষায় রাজ্যে আসছে ১২টি অত্যাধুনিক পরীক্ষা যন্ত্র

Published by Subrata Halder on 15 May 2025 , 1:47 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
এবার থেকে শহর কলকাতা বা শহরতলিতে গাড়ির ফিটনেস পরীক্ষা হবে নিখুঁত। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে আনা হচ্ছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং মেশিন ।এর জন্য স্টেশন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এই কেন্দ্রগুলোতে যান্ত্রিক ও দূষণ সংক্রান্ত পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকছে। জানা গিয়েছে এই পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পরই এবার থেকে মিলবে যেকোনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নবান্নের অনুমোদন পাওয়া গেছে, চলছে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ।
নবান্ন থেকে পাওয়া খবর, আপাতত ১২টি জেলায় এই ১২টি অটোমেটেড টেস্টিং স্টেশন গড়ে উঠবে। এক্ষেত্রে যে ১২টি জেলায় এই কেন্দ্র গড়ে উঠবে, সেগুলি হল—মুর্শিদাবাদ, মালদহ, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং। এই জেলাগুলির গাড়িগুলিকে নিজেদের জেলার অটোমেটেড টেস্টিং স্টেশন এ গিয়ে বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষা করাতে হবে। অন্য জেলাগুলির ক্ষেত্রে নিকটবর্তী স্টেশনে গিয়ে ফিট সার্টিফিকেট নিতে হবে।
বর্তমানে রাজ্যে ৫৭টি ম্যানুয়াল ফিটনেস সেন্টার রয়েছে। সেগুলিতে খালি চোখে গাড়ির অবস্থা বিচার করে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। সেই কাজ করেন মোটর ভেহিকল টেকনিক্যাল অফিসার। কিন্তু বাস্তব হল এই ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিভিন্ন সময় অভিযোগ ওঠে, একদিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুল, অন্যদিকে প্রভাবশালীদের পক্ষে ঘুষ দিয়ে ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায়। যা এই মুহূর্তে ম্যানুয়াল ফিটনেস সেন্টারগুলিতে রুটিন হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই যেকোনো বড় দুর্ঘটনা ঘটলেই প্রশ্ন ওঠে কিভাবে ওই গাড়িকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হল। জানা গিয়েছে নবান্ন চাইছে এই ধরনের যে পদ্ধতি যা দীর্ঘদিন ধরে চলে আসছে তা পুরোপুরি অবলুপ্তি ঘটাতে। আর সেই জায়গা থেকেই স্বচ্ছতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।
অত্যাধুনিক অটোমেটিক টেস্টিং সেন্টার চালু হলে একদিকে যেমন গাড়ির ফিটনেস পরীক্ষার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কমবে, একইসঙ্গে অসৎ উপায়ে টাকা রোজগারের প্রবণতা কমবে। যেহেতু গোটা পদ্ধতিটি প্রযুক্তি নির্ভর খুব সহজেই গাড়ির সব খুঁত ধরা পড়বে এই ব্যবস্থায়। ফলে মালিকদের সেই অনুযায়ী মেরামতির সুযোগ থাকবে। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই ব্যবস্থা চালু হলে ফিটনেস পরীক্ষা হবে পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ। দুর্ঘটনার সম্ভাবনাও কমবে অনেকটাই।
নয়া এই প্রযুক্তিতে তৈরি সেইসঙ্গে এই স্টেশন গুলি চালু হলে কমবে মোটর ভেহিকেল টেকনিক্যাল অফিসারদের ওপর নির্ভরশীলতা। দফতরের আশা, এই আধুনিকীকরণ ভবিষ্যতে রাজ্যজুড়ে প্রসারিত হবে, এবং সড়ক নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণে তা বড় ভূমিকা নেবে।

20:11