
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ এবং বজবজের স্মৃতির উদ্দেশ্যে প্রায় ১৯৫০কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা।
চলতি মাসের ১১ডিসেম্বর সকালে কলকাতার বজবজ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরুকরেন বজবজের বাসিন্দা অতীন হালদার। প্রায় চার মাস পায়ে হেঁটে প্রায় ১৯৫০কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছাবে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে শহরে। আজ তিনি আসানসোলের কুলটি তে পৌঁছান। তার এই পদযাত্রার উদ্যেশ্য ঐ দুটি ঘটনার স্মৃতি জনসাধারনের কাছে তুলে ধরা।