উত্তর ২৪ পরগনার খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণ

Police investigate alleged gangrape in Khardah, West Bengal

Upload By K. Halder at 8th March 2025 ,05:09 PM

পীযূষ চক্রবর্তী,

বিধবা এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া এলাকায়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। এখনও অধরা বাকি দুই অভিযুক্ত।


পাতুলিয়া এলাকার ওই মহিলা সোমবার রাতে কাজে বাইরে বেরিয়ে ছিলেন। সেই সময় তাকে তুলে নিয়ে যায় ওই চারজন। একটি আম বাগানের ভিতর নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা। সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই মহিলা। পরে স্থানীয় লোকজন তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ রাতেই দুজনকে গ্রেফতার করে। এদিকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন এলাকার লোকজন। তবে এই ঘটনার পর থেকেই আতঙ্কিত ওই মহিলা। তাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন ওই নির্যাতিতা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।


পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সাফিয়ার রহমান জানান, পুলিশ দ্রুত বাকি অভিযুক্তদের খুঁজে বার করুক। এই ঘটনার পর থেকে গোটা এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত।

14:46