পীযূষ চক্রবর্তী,
শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার প্রায় ৩০ লক্ষ টাকার সোনা। রবিবার শিয়ালদহ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল টাকার সোনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বনগাঁ-শিয়ালদহ লোকাল এসে দাঁড়ালে সব যাত্রীই ট্রেন থেকে নেমে পড়েন। কিন্তু বছর পঁচিশের এক ট্রেন থেকে বার বার ওঠানামা করতে থাকলে সন্দেহ হয় আরপিএফের। তখন ওই যুবকের সঙ্গে কথা বলতে গেলে আরপিএফ জওয়ানরা দেখতে পান তার কাছে রয়েছে একটি ব্যাগ। সন্দেহবশত ওই ব্যাগ তল্লাশি করলে দেখা যায় তাতে রয়েছে সোনা। যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় ওই যুবককে। জানা গিয়েছে, ধৃতের নাম রাহুল সাঁতরা। তার বাড়ি উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের খালিদপুর গ্রামে। তিনি বনগাঁ স্টেশন থেকে বনগাঁ লোকালে শিয়ালদহ এসেছিলেন। তার ব্যাগে ছিল ৩৪৮.৭৯ গ্রাম সোনা। তবে ওই সোনার কোনও বৈধ নথি সে দেখাতে পারেনি। ওই সোনা সে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শিয়ালদহ স্টেশনে যাত্রীর কাছ থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনা
