ভোজপুরি গানে মাতিয়ে দিলেন, প্রকাশ্যে এলো আকাশদীপের কীর্তিঃ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুরঃ

বল হাতে বার্মিংহাম টেস্টে কার্যকরী ভূমিকা নিয়েছেন প্রথম ইনিংসে। আকাশদীপ শুধু যে দক্ষ একজন বোলার নন একইসঙ্গে ভালো গায়ক ও সেটা ফের একবার প্রমাণিত হল। ভোজপুরি গানে ও তিনি যে মঞ্চে মাতিয়ে দিতে পারেন সেটার প্রমাণ পাওয়া গেল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন।প্রথম ইনিংসে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। চারটি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে কার্যকরী ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন চতুর্থ দিনের শেষ বেলায়। কিন্তু চতুর্থ দিনের খেলা শেষে আকাশদীপের আরও একটি প্রতিভা সামনে এলো।

শনিবার টেস্টের চতুর্থ দিনে দু’টি উইকেট নেওয়ার পরপরই জনপ্রিয় গায়ক-অভিনেতা পবন সিংয়ের একটি ভোজপুরি গান গাওয়ার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই অনুষ্ঠানে আকাশ দীপকে মাইক্রোফোন হাতে নিয়ে ভোজপুরি গান গাইতে দেখা গিয়েছে।

জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন আকাশদীপ। বল হাতে দলকে ভরসা দিচ্ছেন তিনি। বঙ্গ পেসারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।

বিহারে জন্মালেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন বাংলার হয়ে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়েছিল আকাশের। এখনও পর্যন্ত দেশের হয়ে ৮টি টেস্ট খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচ খেলার পরই চোটের সমস্যার মধ্যে পড়েন ।

এরপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল আকাশদীপকে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পাননি। তবে দ্বিতীয় টেস্টের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছেন আকাশদীপ। একই সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্তার মর্যাদা দিতে সক্ষম হয়েছেন। তবে তৃতীয় টেস্টে সুযোগ পাবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন আকাশদীপ নিজেও।।