বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
সিনিয়র দলের ব্যর্থতার মধ্যেই ভারতীয় ফুটবলে নয়া ইতিহাস সৃষ্টি করল জুনিয়র ফুটবলররা। গোথিয়া কাপ ফাইনাল খেলতে নেমে সুইডেনে ইতিহাস গড়ল ভারতের মির্নাভা অ্যাকাডেমি।শনিবার ৪০ মিনিটের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার ক্লাবকে একপ্রকার হেলায় হারিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় মিনার্ভা অ্যাকাডেমির ছেলেরা। ফাইনাল ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ম্যাচের রাশ নিজেদের দখলে রেখে দিয়েছিল মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলাররা। তবে টানা বলের দখল রাখা বেশ কঠিন হয়ে পড়ছিল মিনার্ভার কাছে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় মিনার্ভা। ২৯ থেকে ৩৫ মিনিট, এই পাঁচ মিনিটের একটা স্পেলে পরপর তিন গোল করে আর্জেন্টিনা ক্লাবের ডিফেন্সকে ছত্রভঙ্গ করে দেয় মিনার্ভা। ২৯ মিনিটে গোল ইয়োহেনবার। ৩২ এবং ৩৪ মিনিটে গোল করে যথাক্রমে রাজ এবং ডেনামনি।
ভারতীয় দলে কোচের পদ থেকে ইস্তফা দিলেও আইএসএলে কোচিংয়ে দেখা যাবে মানালো মার্কুয়েজকে। এফসি গোয়া সরকারি ভাবে ঘোষণা করার আগেই মার্কুয়েজ অবশ্য কাজ শুরু করে দিয়েছেন। দলকে প্রাক্ মরশুম অনুশীলন করাচ্ছেন। ডুরান্ড কাপে খেলবে এফসি গোয়া।২০২৪ সালের জুন মাসে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন মার্কেজ়। তাঁর অধীনে ভারতীয় দল আটটা ম্যাচ খেলেছে। তার মধ্যে এক মাত্র জয়, গত মার্চে মলদ্বীপের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ৩-০ ব্যবধানে।