হাওড়ার রাসায়নিক কারখানায়আগুন, আতঙ্কে এলাকাবাসী

Howrah chemical factory fire

Upload By K. Halder at 21th March 2025, 05:51 PM

বঙ্গবার্তা ব্যুরো,
হাওড়ার ডোমজুড়ে এক রাসায়নিক কারখানায় ভয়াল আগুন। বেলা সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে।সেই সময় কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। আগুন লাগার সময় ভিতরে কেউ ছিলেন কিনা এখনও তা নিশ্চিত করে জানা যাচ্ছে না। দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নেভাবার চেষ্টা করছে।


আগুন লাগার পর পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া যত ছড়িয়েছে ততই বেড়েছে মানুষের আতংক। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকার এই রাসায়নিক কারখানায় অনেক দাহ্যবস্তু মজুত আছে থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


প্রথমে কারখানার এক জায়গা থেকে আগুন বেরতে দেখেন শ্রমিকরা। তারা তখনই পুলিশ এবং দমকলে খবর দেন। দমকল আসার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

19:22