আমিও বাংলাভাষী, পারলে আটকান, কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

বঙ্গবার্তা ব্যুরো,

বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর নিপীড়নের অভিযোগে তৃণমূল কংগ্রেসের ডাকে সম্মান বাঁচাও প্রতিবাদ মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ডোরিনা ক্রসিং এ তিনি বলেন, এখন থেকে তিনি আরও বেশি করে বাংলায় কথা বলবেন। ক্ষমতা থাকলে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাক কেন্দ্র।

বিজেপি শাসিত রাজ্যে বাংলার বাসিন্দাদের ভাষা ভিত্তিক বৈষম্য, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন এবং বাংলার স্বাভিমানের প্রশ্নে তিনি আপোষ করবেন না। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা কি ভারতের অংশ নয়, যে বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। কেন তাদের বাংলাদেশী পরিচয় দিয়ে অন্য দেশে পাঠানো হবে। কেন বাংলায় কথা বলার জন্য বাসিন্দাদের জলের লাইন কেটে দেওয়া হবে।

তিনি বলেন, বাংলাতেও অন্য রাজ্যের মানুষ বসবাস করেন আমরা তো কখনো তাদের সঙ্গে এই ধরনের আচরণ করি না।মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব ও রাজ্যের মন্ত্রীরা। মমতা বন্দোপাধ্যায় বলেন, যাদের প্যান, আধার, ভোটার কার্ড আছে সেই রাজ্যের পরিশ্রমী মানুষদের রোহিঙ্গা বলছে বিজেপি ? এটা আমরা মানব না।

মমতার প্রশ্ন, বাংলাদেশি ঢুকছে বলছো , আমি চ্যালেঞ্জ করছি, সীমান্ত তো কেন্দ্রের হাতে, বিএসএফ কার অধীনে ? তাহলে কেন রাজ্য কে দায়ী করা হচ্ছে। পাশাপাশি দাবি করেন, দিল্লি, মহারাষ্ট্র, বিহার, ওড়িশার মতো রাজ্যগুলিতে বাঙালি ভাষাভাষীদের উপর হামলা চালানো হচ্ছে। দিল্লিতে বিদ্যুৎ ও জলের লাইন কেটে দেওয়া হয়েছে। পুনে, ছত্তিশগড়, অসমেও চলছে নির্যাতন।

বাংলা ভাষায় কথা বললেই সন্দেহভাজন বানিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। এটা লুকিয়ে করা হয়েছে। আমরা এটা আইনি পথে চ্যালেঞ্জ করব।
মহারাষ্ট্রে হিন্দিভাষীদের উপর হামলার বিরোধিতা করেছিল তৃনমূল কংগ্রেস। আমরা সকল ভাষাকে সম্মান করি। কিন্তু বাংলা বললেই বাংলাদেশি বলবে কেন?

05:59