Upload By K. Halder at 10th March 2025, 07:41 PM
বঙ্গবার্তা ব্যুরো,
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হল আদিত্য চোপড়া পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত, রোমান্টিক এই ফিল্ম সর্বকালের সবচেয়ে সফল হিন্দি ফিল্মগুলোর মধ্যে অন্যতম।এই ছবিতে লেস্টার স্কোয়ারকে একটি লোকেশন হিসেবে দেখানো হয়েছে। যেখানে, রাজ এবং সিমরান তাদের ইউরোপ ট্রিপ শুরু করার আগে একে অপরের অজান্তে প্রথম দুজনে দুজনের পাশ দিয়ে চলে যায়। এটি সেই জায়গা যেখানে DDLJ-র রাজ এবং সিমরান প্রথমবার একে অপরকে দেখে।এই দৃশ্যে স্কোয়ারের দুটি সিনেমা হলকে স্পষ্ট ভাবে দেখানো হয়েছিল।একদিকে রাজ ভিউ সিনেমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে সিমরান ওডিয়ন লেস্টার স্কোয়ারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।
দেখতে দেখতে ৩০ বছর পার। ১৯৫৫ সালে সিনেমা হলে মুক্তি পায় ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।যশ রাজ ফিল্মসের আইকনিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবি ৩০ বছর পূর্তি উপলক্ষে শাহরুখ কাজলের মূর্তি বসানো হবে লন্ডনের লেস্টার স্কোয়ারে।ব্রোঞ্জ মূর্তিটি স্থাপিত করে সম্মানিত করা হবে সিনেমাটিকে।মূর্তিটি লেস্টার স্কোয়ারের পূর্বদিকে ওডিয়ন সিনেমার বাইরে স্থাপন করা হবে।ডিডিএলজে-তে দেখানো বিভিন্ন দৃশ্যে লন্ডনের অন্যান্য স্থানগুলোর মধ্যে রয়েছে কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক এবং হর্সগার্ডস অ্যাভিনিউ।
জানা গেছে,একে অপরকে আলিঙ্গন করছেন শাহরুখ-কাজল! ফিল্মের সেই অবিস্মরণীয় প্রতীকী ভঙ্গির এক আইকনিক মূর্তি তৈরি করা হবে।তা এই বছরের শেষের দিকে মূর্তিটি উন্মোচিত করা হবে। হ্যারি পটার, লরেল অ্যান্ড হার্ডি, জিন কেলি, মিস্টার বিন, মেরি পপিন্স এবং আরও অনেক মূর্তি পাশে যোগ দেবে ভারতের রাজ-সিমরন।