বিরল দৃষ্টান্ত রাজ্য বিধানসভায়, মুখ্যমন্ত্রী নামকরন করলেন দলের বিধায়িকার কন্যা সন্তানের

Published by Subrata Halder, 16 June 2025, 07:24 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বিরল দৃষ্টান্ত বিধানসভায়। বর্ধমান জেলার রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধারার সদ্যোজাত কন্যাসন্তানের নাম করণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েটির নাম রাখলেন ঐশী, যার অর্থ, ঈশ্বরিক শক্তিতে পরিপূর্ণ যিনি। বিধানসভায় এই নামকরণের মুহূর্তটি ছিল এক গভীর স্নেহশীলতার প্রতিফলন। মুখ্যমন্ত্রী নিজে শিশু কন্যাকে কোলে তুলে আদর করেন, আশীর্বাদ ও উপহার দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। মুখ্যমন্ত্রীর স্নেহে আপ্লুত হয়ে ওঠেন মা শম্পা ধারা, যার চোখে ছিল আনন্দাশ্রু।
শম্পা ধরা বলেন বহুদিন ধরেই তার ইচ্ছা ছিল, মুখ্যমন্ত্রী তার মেয়ের নামকরণ করুন। সেই আশাতেই প্রায় তিন ঘণ্টা ধরে তিনি বিধানসভার লবিতে অপেক্ষা করেন। অবশেষে যখন মুখ্যমন্ত্রী স্নেহভরে তার কন্যাকে ঐশী নামে ডাকেন, সেই মুহূর্তটি তার জীবনের উজ্জ্বল স্মৃতি হয়ে রইল।