২৮ শে জুলাই নবান্ন অভিযানের ডাক, সংগ্রামী যৌথ মঞ্চের:

বঙ্গবার্তা ব্যুরো,
বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আজ দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত পেন ডাউন কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

কলকাতা হাইকোর্টের কর্মচারী সমিতির সদস্যরা আদালতের বাইরে বেরিয়ে এসে সমবেত প্রতিবাদে সামিল হন। কলকাতা ও জেলায় রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে এদিন দু ঘন্টা পেন ডাউন কর্মসূচিতে অংশ নেন কর্মীরা। বুকে ব্যাজ লাগিয়ে এদিন তারা প্রতিবাদে সামিল হন।

মঞ্চের নেতা অশোক রায়, অর্জুন সেনগুপ্ত ও অপূর্ব সমাদ্দার বলেন
আরো বৃহৎ আন্দোলনে যাবেন তারা। ২৮ শে জুলাই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
বকেয়া মহার্ঘ্য ভাতা আদায়ের জন্য সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে যৌথ মঞ্চ।

20:35