Published by Subrata Halder, 13 June 2025, 08:31 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
স্থানীয় প্রশাসনিক স্তরে এলাকার কাজকর্ম উন্নয়ন অনুন্নয়নের বিষয় আলোচনা করতেই ডাকা হয়েছিল বোর্ড মিটিং। কিন্তু আজ গারুলিয়া পুরসভায় ঘটলো বেনজির ঘটনা। গারুলিয়া পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে নির্দল ও একজন সিপিআইএমের কাউন্সিলর। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকসুদ হাসান বোর্ড মিটিং শুরু হওয়ার আগে নিজের দাবি দেওয়া তুলে ধরতে চেষ্টা করেন। তখনই শাসক দলের কাউন্সিলররা মিটিং রুমের গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। দুপক্ষে তর্কাতর্কি চলতে থাকে। যদিও কাউন্সিলর তার দাবি দাওয়া জানিয়েছেন পুর প্রধানকে । তিনি বলেন, এলাকার একাধিক রাস্তা খারাপ। স্থানীয় শ্মশান ঘাট ও মাঝেমধ্যেই বন্ধ করে দেয় পুরসভা। সেই বিষয়গুলি একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি তাই আজ বোর্ড মিটিংএ গোলমাল পাকাতে বাধ্য হয়েছি। পাল্টা পুরপ্রধান রমেন দাস বলেন, একাধিকবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছি । বোর্ড মিটিং এ ডেকেছি কিন্তু ও আসেনি।

