বছর শেষের আগেই ইসির সঙ্গে ঐতিহাসিক চুক্তি করতে পারে ভারত


বঙ্গবার্তা ব্যুরো,
ভারত এবং ইউরোপীয়ান ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই মুহূর্তে ইসির প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন এবং এক প্রতিনিধি দল দু দিনের ভারত সফরে এসেছে।লিয়েন বলেন দু পক্ষের চুক্তির সম্ভাবনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তিনি আশা করেন এই চুক্তির ফলে দু পক্ষই বিশ্বের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে।লিয়েন বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সঙ্গে ভবিষ্যত প্রতিরক্ষা চুক্তি সাক্ষরের সম্ভাবনা খতিয়ে দেখছে। জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে মডেলে এই চুক্তি রয়েছে ভারতের সঙ্গেও সেই ধাঁচেই চুক্তির সম্ভাবনা আছে।
ইউরোপের শীর্ষ নেতারা বলেছেন, বর্তমান বিশ্বে শক্তিধর দেশের মধ্যে অবস্থানগত পরিবর্তন হচ্ছে। ভারত এবং ইউরোপের কাছে এটা একটা সুযোগ। দু পক্ষের মধ্যে পুনরায় সহযোগিতার পরিসর তৈরি করা।লিয়েন প্রধানমত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনায় বসবেন।