বঙ্গবার্তা ডেস্কঃ ইন্ডিয়া জোট শুধুমাত্র জাতীয় স্তরের নির্বাচনের জন্য – দিল্লি ভোটে জোট জল্পনার মধ্যেই এবার এমন বার্তা দিয়ে দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসপি) প্রধান শরদ পাওয়ার।বৃহন্মুম্বই পুরসভা-সহ মহারাষ্ট্রের বিভিন্ন পুর ও পঞ্চায়েত ভোটে তিনি একক শক্তিতে লড়াই করার করার ঘোষণাও করে দিয়েছেন তিনি।অর্থাৎ জাতীয় রাজনীতিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অস্তিত্ব নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই এ বার মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ী (এমভিএ) জোটের ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হল।
শনিবার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) স্থানীয় নির্বাচনে একলা প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করে।এর পরেই পওয়ারের এই মন্তব্য সামনে এল। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসপি) প্রধান শরদ পাওয়ার মঙ্গলবার বলেছেন যে বিরোধী দলগুলির সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোট কেবল জাতীয় স্তরের নির্বাচনের জন্য।পাওয়ার জানিয়েছেন, ‘ইন্ডিয়া জোটে রাজ্য ও স্থানীয় নির্বাচন নিয়ে কখনও কোনও আলোচনা হয়নি।পুরসভা কিংবা পঞ্চায়েত ভোটের সঙ্গে এই জোটের কোনও সম্পর্ক নেই।” পাশাপাশি, দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে সমর্থনের পক্ষেও সওয়াল করেছেন তিনি।
গত বছর লোকসভা এবং বিধানসভা ভোটে ‘মহাবিকাশ আঘাড়ী’র তিন সহযোগী কংগ্রেস, এনসিপি (শরদ) এবং উদ্ধবসেনা জোট বেঁধে লড়েছিল। গত তিন বছর ধরে মহারাষ্ট্রে বিভিন্ন পঞ্চায়েত ও পুরভোটেও স্থানীয় স্তরে জোট করেছে তিন দল। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার হয়ে সঞ্জয় রাউত বলেন, শিবসেনা (ইউবিটি), কংগ্রেস এবং এনসিপি (এসপি) নিয়ে গঠিত ইন্ডিয়া ব্লক এবং মহা বিকাশ আঘাদি জোট লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য ছিল। যদিও রবিবার সঞ্জয় রাউত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বা তাঁর দল কখনই ইন্ডিয়া ব্লক ভেঙে দেওয়ার কথা বলেনি।