Upload By K. Halder at 18th March 2025, 02:10 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদ ইস্যুতে ঢাকার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল দিল্লি। মুর্শিদাবাদে হিংসা নিয়ে সম্প্রতি মন্তব্য করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের এমন নিন্দার জবাব দিয়ে ঢাকার এই বক্তব্যকে ‘অনাবশ্যক মন্তব্য’ ও ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, “বাংলাদেশের এই মন্তব্য ভারতের প্রতি একটি প্রচ্ছন্ন ও কপট ইঙ্গিত, যেখানে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে একে তুলনা করার চেষ্টা করা হয়েছে। অথচ, সেখানে এমন অপরাধের দায়ে অভিযুক্তরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।”
বাংলাদেশকে নিজের দেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।গত মাসেই বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সংসদে জানান যে, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরুর পর থেকে সংখ্যালঘুদের উপর ২,৪০০টি হিংসার ঘটনা ঘটেছে, এবং ২০২৫ সালে এখনও পর্যন্ত ৭২টি এমন ঘটনা রেকর্ড করা হয়েছে।