বঙ্গবার্তা ব্যুরো,
ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানি সেনার বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এলওসি বরাবর ভারতীয় সেনাদের লক্ষ্য করে বিনা প্ররোচনায় পাকসেনা গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। এরপরেই দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন পাক সেনার মৃত্যু হওয়ার পাশাপাশি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভারতীয় সেনা আধিকারিকরা।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নবীকরণের পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষের ঘটনা খুবই কম ঘটেছে। এটি ছিল ২০২৫ সালের প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা এবং পাঁচ দিনের মধ্যে চতুর্থ আন্তঃসীমান্ত ঘটনা ভঙ্গ করা। সেনা আধিকারিকদের তথ্য অনুযায়ী পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর তারকুন্ডি এলাকায় একটি চৌকিতে বিনা প্ররোচনায় গুলি চালায়। এর জেরে ভারতীয় সেনার পক্ষ থেকেও পালটা গুলি চালানো হয়।
গত সপ্তাহ থেকে সীমান্তের ওপার থেকে শত্রুতামূলক কার্যকলাপ বেড়েছে, যার ফলে নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এক পৃথক ঘটনায় একই সেক্টরে ভুলবশত একটি ল্যান্ডমাইনের ওপর পা রাখার ফলে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার আহত হন।
যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব ভারতের
