Published By Subrata Halder, 12 June 2025, 08:40 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সমাজ মাধ্যমে শোক ও উদ্বেগ প্রকাশ করেন রোহিত শর্মা, বিরাট কোহলি, নীরজ চোপড়া, সূর্যকুমার যাদব আরো অনেকে।
বিরাট কোহলি লিখেছেন, আমি অত্যন্ত মর্মাহত এই বিমান দুর্ঘটনার খবরে। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা রইল। রোহিত শর্মা লিখেছেন, আহমেদাবাদ থেকে যে খবর পেলাম তাতে অত্যন্ত মর্মাহত। নিহতদের প্রতি আমরা শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
ইউসুফ পাঠান লিখেছেন, আমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ভেঙে পড়ার ঘটনার কথা শুনে খুবই মর্মাহত। সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।
হরভজন সিং সমাজ মাধ্যমে লিখেছেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তারা যে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করেছে, তা বলে বোঝানো সম্ভব নয়। আমি মনেপ্রাণে আপনাদের পাশে রয়েছি। এই ট্র্যাজেডির ঘটনায় আমার হৃদয় কাঁদছে।সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন দুর্গতদের জন্য প্রার্থনা করেছেন আফগান তারকা রশিদ খানও।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি শোক বার্তায় লেখা হয়েছে, আজ আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। লন্ডনগামী বিমান ওড়ার সময় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। এআই ১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন ছিলেন।