আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় হল মিছিল

তিলোত্তমার খুন-ধর্ষণ কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ৯০ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায় তাদের শর্তসাপেক্ষে জামিন দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। এরপরই সিবিআইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা-বাবা সহ বহু মানুষ। সিবিআইকে অপদার্থ আখ্যা দিতেও ছাড়েননি অনেকে। আবার কেউ কেউ বিজেপি-তৃণমূল সেটিং তত্ত্ব বলেও তোপ দেগেছেন। ওই দুই অভিযুক্ত জামিন পাওয়ায় আজ জুনিয়র চিকিৎসকদের সিবিআই দফতরে ঘেরাও সহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক জায়গায় মিছিল হয়।

এদিন সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের কর্মসূচিতে অবশ্য খুব বেশি মানুষের ছিলেন না। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় পুরোপুরি ব্যর্থ সিবিআইয়ের। কাদের বাঁচানোর স্বার্থে বিচারের নামে প্রহসন হচ্ছে! পরে মিছিল থেকে আট জনের একটি প্রতিনিধিদল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা বলেন।

বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও এদিন প্রতিবাদে সামিল হয়। বাম থেকে কংগ্রেস, প্রায় সব বিরোধী দলের কর্মীদেরই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা গেল। নিজাম প্যালেসের সামনে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় কংগ্রেস কর্মীদের। অন্যদিকে, ধর্মতলায় প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলিকে। এছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হন। করুণাময়ীতে প্রতিবাদ মিছিল করেন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকরা। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-ও এদিন পথে নামে। ওই দুই অভিযুক্ত জামিন পাওয়ায় ক্ষোভ ফুঁসে উঠেছে কংগ্রেসও। ক্ষোভ উগড়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘এতদিন হয়ে গেল তাও সিবিআই চার্জশিট দিতে পারল না। অন্যায় হলে মানুষ বিচার চাইবে কোথায়?’