তোলাবাজদের আঘাতে ছুরিবিদ্ধ যুবক

ছুরির আঘাতে গুরুতর জখম এক যুবক। ঘটনাটি ঘটেছে তালতলা থানা এলাকার আঘা মেহেদী স্ট্রিটে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। আহত যুবককে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সফি আহমেদ। ছুরিবিদ্ধ যুবকদের একটি সব্জির দোকান রয়েছে। ওই এলাকার কিছু যুবক দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলছে বলে অভিযোগ। শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় কয়েকজন যুবক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চেয়ে অশান্তি পাকাতে থাকে। সেই সময় অশান্তি থামানোর চেষ্টা করেন সফি। তখনই তাঁকে ছুরির আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।