বঙ্গবার্তা ব্যুরো,
দ্বিতীয় দফাতেও আমেরিকায় বসবাসকারী অবৈধ ভারতীয়দেরও বেড়ি পরিয়েই ফেরত পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানানো হয়েছে। দ্বিতীয় দফায় ১১৬ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। রবিবারও প্রায় ১৫৭ জন ভারতীয়কে ফেরত পাঠাবে আমেরিকা।
৫ ফেব্রুয়ারি প্রথম দফায় এই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠায় আমেরিকা। মার্কিন সামরিক বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়। ঐ ভারতীয়দের হাতে পায়ে শেকল পরিয়ে ফেরত পাঠানো নিয়ে দেশে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মোদি সরকারকে। এর মাঝে দু দিনের মার্কিন সফরে যান প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাই আশা করেছিল ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারতীয়দের যাতে অপরাধীর মতো ফেরত পাঠানো না হয় সে বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলে একটা সম্মান জনক সূত্র বের করে আনবেন মোদি।
শনিবার রাতে দ্বিতীয় দফায় যে সব ভারতীয়দের ফেরত পাঠানো হয় তাঁদেরও নাকি একই ভাবে শেকল পরিয়ে পাঠান হয়েছে। এর আগে এই নিয়ে সংসদে বিবৃতি দিয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ৫ ফেব্রুয়ারি বেড়ি পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানোর পর দ্বিতীয় দফায় তাঁদের কীভাবে পাঠানো হয় তা নিয়ে সবারই কৌতূহল ছিল।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম সমাজ মাধ্যমে লেখেন, এটা মোদি প্রশাসনের কূটনৈতিক চ্যালেঞ্জ। এখন রবিবারও ট্রাম্প প্রশাসন তৃতীয় দফায় ভারতীয়দের কীভাবে ফেরত পাঠায় সে দিকেই সবার নজর।
ফের বেড়ি পরিয়েই ফেরত পাঠানো হল ভারতীয়দের
