আন্তর্জাতিক ডেস্ক,বঙ্গবার্তা ব্যুরো
ছবি – সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
হঠাৎ বন্যার কবলে ইন্দোনেশিয়া। তলিয়ে গেছে প্রায় দুটি আন্তর্জাতিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি ও ফ্লোরেস দ্বীপ। অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে আজ (১০ই সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দপ্তর এ খবর জানিয়েছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বালির চার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয় এবং এতে অন্তত ৮৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপেও আকস্মিক বন্যা শুরু হয়। এতে ১৮টি গ্রামের সড়ক যোগাযোগ ও ফোন পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান আবদুল মুহারি।
দুটি দ্বীপেই প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান সুহারিয়ানতো। তিনি বলেন, বালির জেমব্রানা জেলায় দুজন মারা গেছেন। আর পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলায় চারজনের মৃত্যু হয়েছে এবং চারজন এখনো নিখোঁজ রয়েছে। তিনি আরও জানান, বুধবার পর্যন্ত বালির কিছু এলাকায় এখনো জল জমে আছে, যদিও ফ্লোরেস দ্বীপের জল নেমে গেছে। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং জলবাহিত রোগ দেখা দেয়।
জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বৃষ্টির ধরণও বদলাচ্ছে। এতে বর্ষাকালের স্থায়িত্ব ও তীব্রতা বেড়েছে, বাড়ছে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঝোড়ো হাওয়ার প্রবাহ।
চলতি বছরের মার্চে জাভা দ্বীপে প্রবল বর্ষণের পর বন্যা ও ভূমিধসে তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন নিখোঁজ হন। এর আগে জানুয়ারিতে মধ্য জাভার একটি শহরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছিল।

