ইডেনে হাইভোল্টেজ ম্যাচেও উন্মাদনা কেড়েছে গরম

Empty seats at Eden Gardens during IPL 2025 match due to heatwave

Upload By K. Halder at 8th March 2025 ,04:54 PM

বঙ্গবার্তা ব্যুরো,

একে প্রখর রোদ, তায় কাজের দিন দুপুর বেলায় ম্যাচ, তাই চেনা ইডেনে ছন্দ পতন। ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্ট মুখোমুখি। আগেই টিকিটের দাম কমানো হয়েছিল। যাতে দর্শকরা ইডেনমুখী হয়। কিন্তু বাস্তবের ছবিটা উল্টো। ইডেনের গ্যালারি, ক্লাব হাউসের উপরের তলায় ফাঁকা। ফলে কালোবাজারেও টিকিটের দাম পড়ল পাঁচশোর নিচে। কালোবাজারীদের মাথায় হাত। বারশো টাকার টিকিট বিক্রি করতে হয়েছে পাঁচশো টাকায়। এই নিয়ে ইডেনে তৃতীয় ম্যাচ হল। প্রথম ম্যাচে উদ্বোধনী অনুষ্ঠানে গায়িকা শ্রেয়া ঘোষাল নায়িকা দিশা পাটানি এবং শাহরুখ খানের উপস্থিতিতে ইডেন ভরেছিল কানায় কানায়। তারপর থেকে ইডেনে দর্শক উপস্থিতির গ্রাফ নিম্নমূখী। নাইটদের জয়ের রোশনাই টি টোয়েন্টি প্রিয় ক্রিকেট ভক্তদের মাঠে টানতে ব্যর্থ।

ময়দানের মাতঙ্গীনি মুর্তির পাদদেশ থেকে শহীদ মিনার চত্ত্বর আন্দোলন সরণি হিসেবে সাম্প্রতিক সময়ে প্রতিভাত হয়েছে। চাকুরি প্রত্যাশী থেকে চাকুরি হারা,ডিএ-এর দাবীতে আন্দোলনরত সরকারিকর্মচারিরা এখানে বছরভর আন্দোলন করেন। গত একসপ্তাহে এই সরণির ছবি দিনের বেলায় বিয়োগান্তক।

ইডেনে বল গড়ালে বিকেলে এই সরণির ছবি বদলায়। তখন উৎসব প্রিয় মানুষ রাস্তায় নেমে পকেটের তোয়াক্কা না করে যা খুশি কেনেন। দেড়শো টাকার জার্সি বিক্রি হয় “যা খুশি” দামে। টুপি,স্কার্ফ,গালের রং এর দাম উঠল । এরই মধ্যে ইডেনের গ্যালারিতে সবচেয়ে বড় টিফো নামালো হাওড়ার শাহরুখ খান ফ্যান ক্লাব।

08:28