রবিবাসরীয় মুডে ইডেন

Published By Subrata Halder on 6th April 2025 qt 11:39pm

বঙ্গবার্তা ব্যুরো,
আইপিএলে রবিবারের ইডেন যেন আড্ডা জংশন। কলকাতা নাইট রাইডার্স এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্ট দুটো দলেই কলকাতার। কুড়ি ওভারের লিগ ক্রিকেট মানেই বন্ধুত্বের বাতাবরণ।ক্রিকেটাররা দেখা হলেই খোশগল্পে মেতে ওঠেন। রবিবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টের নেতা ঋষভ পন্থ ইডেনে দলের সঙ্গে এলেন। কিন্তু ব্যাট করেননি। বাদবাকি সবকিছু করেছেন। প্রতিপক্ষ শিবিরের অজিঙ্কে রাহানের সঙ্গে মাঠের মধ্যে গোল হয়ে বসে আড্ডা মারলেন। দুম্যাচ হেরে কলকাতায় শনিবার রাতে পা দিয়েছে লক্ষ্ণৌ। রবিবার প্রথম প্র্যাকটিসে নামল তারা।
অন্যদিকে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টায় নাইটরা। কেকেআর প্র্যাকটিসে এখন সবচেয়ে সিরিয়াস ভেঙ্কটেশ আইয়ার। গত দুদিন ধরে নেটে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন। নেটে বাড়তি সময় ব্যয় করার তালিকায় রয়েছেন রিঙ্কু সিংও। যার হাস্যমুখের প্রশংসা দল মালিক শাহরুখ খানেরও।
সবশেষে ইডেনের পিচ। লক্ষ্ণৌর বিরুদ্ধে নাইটরা ছয় নম্বর পিচ বরাদ্দ করেছে। মঙ্গলবার যে পিচে খেলা হবে তাতে বাউন্স বেশি থাকবে বলে বলা হয়েছে। ফলে ব্যাটাররা কিছুটা সুবিধা পাবেন। একইভাবে স্পিনাররা বাড়তি বাউন্স পাবেন।

03:08