বঙ্গবার্তা ব্যুরো,
ভারতীয় দলে ফিরলেও ইডেনে ঘরের মাঠে ম্যাচ খেলা হল না মহম্মদ শামির। চোদ্দ মাস পরে ভারতীয় জার্সিতে ফিরছেন,এটাই ছিল চমকপ্রদ জল্পনা। ভারতীয় দলে ডাক পাওয়ার পরে মহম্মদ শামিকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলে ফিট হওয়ার বার্তা দিয়েছিলেন। আশা ছিল ২২শে জানুয়ারি ইডেনে ভারতীয় দলের জার্সিতে ফের দৌড় শুরু করবেন।
শামি নিজেও বলেছিলেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার খিদে তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। গত তিনদিনে ভারতীয় শিবিরে প্রথম দিন বল করেছিলেন। ম্যাচের ২৪ ঘণ্টা আগে ব্যাটও করেছিলেন । অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক সম্মেলনে শামির প্রত্যাবর্তন নিয়ে আশার কথা শুনিয়েছিলেন। কিন্তু ম্যাচের আগে মিনিট কুড়ি নেটে বল করার পরেও প্রথম একাদশে দেখা গেল তাঁর নাম নেই। ফলে ইডেনের আশা ভঙ্গ বলাই যায়।
শামির এই শেষ মুহূর্তে সরে যাওয়ার সঙ্গে একাধিক প্রশ্ন উঠবে। চ্যা্ম্পিয়ন্স ট্রফির দলেও রয়েছে শামি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল দেখে নেওয়ার। সেখানে প্রথম পরীক্ষাতেই শামি ব্যর্থ। কিন্তু তাঁকে ফিট সার্টিফিকেট কে দিয়েছিল সেটাই প্রশ্ন। তা ঘুরে বেড়ালো ইডেনের আনাচে কানাচে ।