বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮০০০ ভারতীয়কে ফেরত পাঠাতে চলেছে ট্রাম্প প্রশাসন। কড়া অভিবাসন নীতির জেরে এই ফেরত পাঠানোয় নীরব রয়েছে নয়াদিল্লীরও। ফলে ট্রাম্পের সঙ্গে সহমত হয়ে এবার আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরাবে দিল্লি।
ভোটের প্রচারে নেমে বার বার কড়া অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মসনদে বসার পর সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে চলেছেন তিনি। যার ফলে সমস্যার মুখে পড়তে চলেছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়েরা। প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর। আমেরিকার অভিবাসন ও শুল্ক দফতরের তৈরি অবৈধ অভিবাসীদের প্রথম দফার তালিকায় রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়।এদেরকেই ফেরানো হবে।
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের মোদী সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন তিনি। দু দেশের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই ফেরানো হতে চলেছে অবৈধ অভিবাসী ভারতীয়দের।আমেরিকার সংবিধানে বলে ছিল, সেদেশে জন্মালেই সে নাগরিকত্বের অধিকার পাবে। সোমবার প্রশাসনিক সিদ্ধান্তে সেই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারের আইন বাতিল করে দিয়েছেন ট্রাম্প।