বঙ্গবার্তা ব্যুরো,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভে স্নান সারবেন এমনটা জানাই ছিল।কিন্তু কবে তা নিয়েই ছিল জল্পনা।এবার জানা গেল আগামী ৫ ফেব্রুয়ারি কুম্ভমেলায় স্নান সারবেন প্রধানমন্ত্রী।দেড় মাস ধরে চলা কুম্ভমেলায় শাহি স্নান পাঁচটি হলেও প্রথম দুটি স্নানকে ঘিরে উন্মাদনা চিরকালই বেশি।
প্রচুর মানুষের ভিড়ে নিরাপত্তার কারনেই মকর সংক্রান্তি কিংবা মৌনি অমাবস্যার মতো হাই ভোল্টেজ শাহি স্নানে যে তিনি যাবেন না তা অনেকটা জানাই ছিল। তবে মনে করা হচ্ছিল, বসন্তপঞ্চমী, মাঘী পূর্ণিমা এবং শিবরাত্রির মত অন্য তিন শাহি স্নানের একটিতে তিনি যেতে পারেন।কিন্তু সেই সব দিন ছেড়ে ৫ ফেব্রুয়ারিকে বেছে নেওয়া হয়েছে মোদির মহাকুম্ভ স্নানের জন্য।
কিন্তু এই ৫ ফেব্রুয়ারি দিল্লির ভোটের দিন হওয়ায় শুরু হয়েছে জল্পনা ও নানা চর্চা।ওই দিনটি বেছে নেওয়ার পিছনে রাজনীতি রয়েছে বলেই মনে করছেন বিরোধীরা। ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ না হলেও এই দিনটি রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই অভিযোগ তাদের। পিছনে একটা দৃশ্য তৈরি করে হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার বড় চেষ্টা হিসেবেই দেখছেন বিরোধীরা। পরম শিবভক্ত হওয়া সত্ত্বেও শিবরাত্রির দিন কুম্ভস্নানে না গিয়ে কেন ৫ ফেব্রুয়ারি যাচ্ছেন, প্রশ্ন উঠেছে তা নিয়েও।এদিকে ২৭ জানুয়ারি প্রয়াগ সঙ্গমে স্নান সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।