ইজরায়েলের অপারেশন লায়ন যুদ্ধের আঘাতে ভয়াবহ হামলার শিকার ইরান

Published By Subrata Halder, 14 June 2025, 02:06 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
১৯৮০ তে প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে যুদ্ধ বেধেছিল ইরানের। তার পর আর তেমন বড়ো আক্রমণ বা লড়াই এ নামতে হয়নি ইরান কে। কিন্তু ইজরায়েলের অপারেশন লায়নের ধাক্কায় ইরানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। একের পর এক বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয় তেহরান, নাতানজ, আরাক,
কারমনশাহ, ইসফাহান শহরের বিভিন্ন কেন্দ্র।ইরানে সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র সহ একাধিক পরমাণু কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুলির উপরে আক্রমন নেমে আসে। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরি প্রাণ হারিয়েছেন বলে দাবী ইজরায়েলের। রইজিং লায়ন সফল করতে ইজরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের ভূমিকা সবচেয়ে বেশি।

22:50