বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিমবঙ্গে এই প্রথম। দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম সাহিত্যিক, লেখক ও কবিদের নিয়ে এক বিশেষ বইমে বেলার আয়োজন করল এনআইপি নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।
একদিনের এই অন্য বই মেলায় ছিল ব্রেইল ব্যবস্থাযুক্ত বইয়ের সম্ভারও। বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার, সঙ্গে ছিলেন পত্র ভারতীর অন্যতম কর্ণধার চুমকি চট্টোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্টরা।
এই প্রথম কেবলমাত্র বিশেষভাবে সক্ষম লেখকদের জন্য বইমেলার আয়োজন হওয়ায় তাঁরাও উচ্ছ্বসিত। সমাজের বুকে যে তাঁরা কোনওভাবেই অপাংক্তেয় নন, তা ফের প্রমাণিত হল, তাঁদের সৃষ্ট সাহিত্যের মধ্যে দিয়ে। এই বইমেলায় তাঁরা তাঁদের রচনার পাশাপাশি নিজেদের সুচিন্তিত মতামতও ভাগ করে নেন। ব্যতিক্রমী এই উদ্যোগ সাহিত্য ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করে।
সাহিত্য শিল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার পাশাপাশি উপস্থিত লেখকদের লেখা কবিতা ও অনুগল্প পাঠের আয়োজনও ছিল সেখানে। এছাড়াও সমসাময়িক বিষয়ের ওপর আলোচনাও ছিল এই অনুষ্ঠানের এক অন্যতম অংশ। আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল: বাংলা সাহিত্য জগতে বিশেষভাবে সক্ষমদের স্থান, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের কথোপকথন এবং বাংলা সাহিত্যে ডিজিটাল মাধ্যমের প্রভাব।
এনআইপি’র সম্পাদক দেবজ্যোতি রায় বলেন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যে সাহিত্যচর্চার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় না, সেই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়াই উদ্দেশ্য ছিল এই বইমেলার।