বঙ্গবার্তা ব্যুরো,
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর গাজায় বৃহত্তম হামলা চালাল ইজরায়েল। এই হামলায় অন্তত ৩৩০ জন নিহত হয়েছেন, আহত প্রায় ১৫০ জন। এই বিমান হামলায় নিহতদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ। ইজরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। ইজরায়েল গাজা সীমান্তের কাছে অবস্থিত সব স্কুল বন্ধেরও নির্দেশ দিয়েছে।
হামাস বারবার ইজরায়েলি পণবন্দীদের মুক্ত করতে অস্বীকৃতি জানানোয় এই হামলা বলে জানিয়েছে ইজরায়েল।নেতানিয়াহুর সেনা বলেছে, তারা যুদ্ধের লক্ষ্য অর্জনেই হামাসের লক্ষ্যগুলোতে হামলা চালাচ্ছে। যদিও হামাস এই হামলার জন্য সম্পূর্ণ দায়ী করেছে ইজরায়েলকে। তাদের দাবি এই হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে ৩ পর্বের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ইজরায়েল তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হলেও তা বাড়াতে চাইছিল। অন্যদিকে হামাস চাইছিল দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পরেই পণবন্দীদের মুক্তি।সেই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল ২ মার্চ। হামাস আর ইজরায়েলের মধ্যে এই টানাপোড়েনের জেরেই ফের শুরু হল এই হামলা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালিয়ে প্রায় ১,২০০ মানুষকে হত্যা করে,পাশাপাশি ২৫১ জন পণবন্দীকে আটক করে। এরপর ইজরায়েলের পাল্টা হামলায় ৪৮,০০০-এর বেশি প্যালেস্তেনীয়র মৃত্যু হয়েছে এবং ১.১২ লক্ষের বেশি আহত হয়েছে।
গাজায় ফের হামলা চালাল ইসরায়েল, যুদ্ধবিরতির পর বৃহত্তম, মৃত্যু ছাড়াল ৩০০
