ইজরায়েলের করুণ পরিণতি হবে হুংকার ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির

Published by Subrata Halder, 13 June 2025, 06:24 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইরানে ইজরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তিনি বলেন, এই হামলা ইজরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ।
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এই হামলার মাধ্যমে ইজরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।
এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ইজরায়েল। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরানের পক্ষ থেকে খুব শীঘ্রই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে।
ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েল ইরানের বিরুদ্ধে পূর্বসতর্কতামূলক হামলা চালিয়েছে। এখন রাষ্ট্র ও তার অসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। তাই সিভিল ডিফেন্স ল অনুযায়ী, আমি একটি বিশেষ আদেশে সারা ইসরায়েলে হোম ফ্রন্টে বিশেষ জরুরি অবস্থা জারি করছি। সবাইকে হোম ফ্রন্ট কমান্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে এবং সুরক্ষিত এলাকায় অবস্থান নিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইজরায়েলকে জানিয়েছেন, এখনো পর্যন্ত পাঁচ ধাপে ইরানের বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়েছে।
হামলায় এখনো পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

04:24