দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি

Jagannath Temple Digha Inauguration

Upload By K. Halder at 25th April 2025, 05:10 PM

বঙ্গবার্তা ব্যুরো,
অক্ষয় তৃতীয়ার দিন ৩০ শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথধাম উদ্বোধন করবেন। উদ্বোধন ঘিরে যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্য জেলাপ্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক দফতর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নিরাপত্তা, লজিস্টিকস ও জনসমাগম সামলানো সব ক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, পর্যালোচনা।


সোমবার থেকেই দীঘার সমস্ত স্নানঘাটে মোতায়েন থাকবে এক কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। ২৬ শে এপ্রিল তারা দিঘায় পৌঁছবে এবং উদ্বোধন পর্যন্ত সেখানেই থাকবে। প্রতিটি ঘাটে উপস্থিত থাকবে কমপক্ষে তিনজন লাইফ সেভার বা স্থানীয় পরিভাষায় ‘নুলিয়া’, সঙ্গে সিভিল ডিফেন্স ও পুলিশ। সাতটি দ্রুতগামী নৌকা ঘাট সংলগ্ন সমুদ্রে নজরদারিতে থাকবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ইতিমধ্যেই দীঘায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এক আধিকারিক জানান, অনেকেই স্নান সেরে মন্দির দর্শনে যাবেন, তাই ঘাটের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।


দীঘাকে সাজিয়ে তোলা হয়েছে স্বভাবতই রাজ্য সরকারের পছন্দসই নীল-সাদা রঙে। ওয়েলকাম গেট থেকে শুরু করে উদয়পুর পর্যন্ত রাস্তার ডিভাইডার, গার্ডরেল, বিদ্যুতের খুঁটি সবই নীল সাদা রঙে রাঙানো হয়েছে।


রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বৃহস্পতিবার দীঘা থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এসবিএসটিসি, বাসস্ট্যান্ড থেকে পাইলট প্রকল্প হিসেবে দু’টি নতুন রুটে বাস পরিষেবা উদ্বোধন করেন। একটি রুট দীঘা থেকে তারাপীঠ, অন্যটি দীঘা থেকে ডানলপ, বারাসাত ও কৃষ্ণনগর হয়ে বহরমপুর। বর্তমানে দীঘা থেকে প্রতিদিন ১১০টি বাস বিভিন্ন রুটে যাতায়াত করছে।


উদ্বোধন নিয়ে উচ্ছ্বসিত পরিবহণমন্ত্রী বলেন, দীঘার জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনাচিন্তার ফসল। এই স্থাপত্য ভবিষ্যতের ইতিহাসে বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চিরকাল জড়িয়ে থাকবে এই মন্দিরের সঙ্গে।
দীঘার জগন্নাথধাম ঘিরে পর্যটন ক্ষেত্রেও বড়সড় সম্ভাবনার আশা প্রশাসনিক মহলে। উৎসবকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, তা সামলাতেই প্রস্তুতি পরিকল্পনার নকশা তৈরি করা হচ্ছে।