বঙ্গবার্তা ব্যুরো,
রাষ্ট্রসঙ্ঘের নানা ভুল পদক্ষেপ তুলে ধরে তার সংস্কারের আহ্বান জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার রাইসিনা ডায়ালগের ‘থ্রোনস অ্যান্ড থর্নস: ডিফেন্ডিং দ্য ইন্টিগ্রিটি অফ নেশনস’ সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘ কাশ্মীর ইস্যুতে পদ্ধতিগত ভুল করেছে। এদিন জয়শঙ্কর বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী দীর্ঘতম সময় ধরে চলা একটি ভূখণ্ডের অবৈধ দখল ভারতের কাশ্মীরে হয়েছে। ১৯৪৭ সালে জম্মু ও কাশ্মীর, যার মধ্যে গিলগিট ও বাল্টিস্তানও ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। পাকিস্তান একতরফা আগ্রাসনের মাধ্যমে জম্মু ও কাশ্মীর আক্রমণ করে এবং তারপর থেকে কিছু অংশ দখল করে রেখেছে।
রাষ্ট্রসঙ্ঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জয়শঙ্কর বলেন, কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘ পাকিস্তানের অবৈধ দখলকে নিন্দা না করে বড় ভুল করেছে। তিনি আরও বলেন, “আমরা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার কথা বলি এবং এটি গোটা বিশ্বের নিয়মের ভিত্তি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের ক্ষেত্রে কাশ্মীরে যে অবৈধ দখল চলেছে, তা এই নিয়মের পরিপন্থী।”
ভারত যখন কাশ্মীর সমস্যার সুবিচারের জন্য রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হয়, তখন এটি একটি আগ্রাসন থেকে বিরোধে পরিণত হয় বলে অভিযোগ করেন জয়শঙ্কর। তিনি বলেন, “রাষ্ট্রসঙ্ঘে গিয়ে আমরা দেখলাম, যেখানে এটি একটি আক্রমণ ছিল, তাকে একটি দ্বিপাক্ষিক বিরোধ হিসেবে দেখানো হলো। জয়শঙ্কর বলেন, “নিয়ম সকলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা উচিত। আমাদের একটি শক্তিশালী রাষ্ট্রসঙ্ঘের দরকার, এর জন্য একটি ন্যায়সঙ্গত রাষ্ট্রসঙ্ঘের প্রয়োজন।”
জয়শঙ্করের বক্তব্যে স্পষ্ট, ভারত রাষ্ট্রসঙ্ঘের বর্তমান কাঠামোতে অসঙ্গতি দেখছে এবং এর সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের ভূমিকার সমালোচনা করে তিনি আরও কার্যকর এবং সুবিচারমূলক ব্যবস্থা গঠনের আহ্বান জানান।
রাইসিনা ডায়ালগের মঞ্চেই রাষ্ট্রসঙ্ঘের সংস্কারের দাবি তুললেন জয়শঙ্কর
