কল্যাণের তোপে দলের মন্ত্রীরা

Kalyan Banerjee Critiques TMC Ministers


প্রতিনিধি, বঙ্গবার্তাঃ ফের বেসুরো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধায়। এবার তাঁর তোপের মুখে দলেরই কিছু মন্ত্রী। দলের মন্ত্রীদের চালচলন নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। কল্যাণের বক্তব্য সামনে আসতেই দলের অন্দরে তোলপাড় শুরু হয়েছে।


সাংবাদিকদের কল্যাণ বলেন, কিছু মন্ত্রীর হাব ভাব দেখলে দলে থাকতেই ইচ্ছে করে না। দিদি আছেন তাই এখনো দলে আছি। এদের চালচলন সাধারণ মানুষও ভালো চোখে দেখেন না বলেও মন্তব্য করেন তিনি। দলের খারাপ সময়ে এইসব নেতাদের দেখতে পাওয়া যায় না। এই প্রসঙ্গেই তিনি আর জি কর ঘটনার উল্লেখ করেন। তাঁর অভিযোগ সেই সময় এই নেতারা মমতা সবং তৃণমূল সরকারকে গালাগালি দিতেও ছাড়ে নি। দলের খারাপ সময়ে এঁদের কখনই দেখতে পাওয়া যায় না। কল্যাণের দাবি, আর জি কর ঘটনার সময় তিনি এবং কুণাল ঘোষ দলের হয়ে কথা বলেছেন। সেই কারণে তাঁদের অনেক গালাগালি এবং অপমান হজম করতে হয়েছে বলেও জানান তিনি।


দলের মন্ত্রীদের নিয়ে সমালোচনা করলেও কারা সেই সব মন্ত্রী তা নিয়ে তিনি রা কাড়েন নি। তবে তাঁর ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা কিছু মন্ত্রীর দিকেই।

এই প্রথম নয়, মাঝে মাঝেই বেসুরো গেয়ে ওঠেন তৃণমূলের এই সাংসদ।কিছুদিন আগেই তিনি দলের কিছু নেতাকে দল ছেড়ে ভোটে লড়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সে সময় তিনি বলেন, মমতার ছবি ছাড়া এঁরা ভোটে জিতে ্দেখান।
এর পাশাপাশি দলের একাধিক নেতার সঙ্গেও তিনি মাঝে মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েন। ফলে তাঁর মন্তব্যকে দলের বহু নেতাই গুরুত্ব দিতে নারাজ।