কর্ণাটক সরকারের বাজেট বরাদ্দ সিনেমা ক্ষেত্রে

বঙ্গবার্তা ব্যুরো,
কর্ণাটক সরকারের বাজেটে এবার জোর দেওয়া হয়েছে সিনেমার ওপর। ২০২৫ -২৬ আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে তাতে সিনেমার প্রচারে জোর দেওয়া হয়ছে। দেশে কোনও রাজ্য সরকার তাদের বাজেটে এইভাবে সিনেমার ওপর জোর দিয়েছে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
২০২৫-২৬ আর্থিক বছরের জন্য কর্ণাটকে সিদ্দারামাইয়ার সরকার ৪ লাখ, ৮ হাজার ৬৪৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব রেখেছে। এবারের বাজেটে পরিকাঠামো, নারী উন্নয়ন এবং ধর্মীয় খাতে বরাদ্দের পাশাপাশি জোর দেওয়া হয়েছে সিনেমার ওপর।
কর্ণাটক সরকার জানিয়েছে তারা চায় সিনেমার টিকিটের সর্বোচ্চ দাম ২০০ টাকায় বেঁধে দিতে। এই দাম দামী মাল্টিপ্লেক্স গুলোতেও লাগু করতে চায় সরকার। সবাই যাতে সিনেমা দেখাতে পারেন তার জন্যই এই পদক্ষেপ। অনেক সময়ই দেখা যাচ্ছে যে মাল্টিপ্লেক্সগুলিতে টিকিটের দাম অনেক বেশি নেওয়া হয়। যা সাধারণের নাগালের বাইরে।
টিকিটের দাম বেঁধে দেওয়া ছাড়াও সরকার একটি ফিল্ম সিটি তৈরি করার পরিকল্পনা রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। ১৫০ একর জমির ওপর তৈরি হবে এই ফিল্ম সিটি। খরচ ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। এছাড়াও সরকার নিজে একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করবে। যেখানে শুধু কন্নড় সিনেমা দেখানো হবে।