সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়েই প্রশ্ন কেরালার রাজ্যপালের

President bill approval time limit Supreme Court

Published By Subrata Halder on 13 April 2025 at 03:20pm

বঙ্গবার্তা ব্যুরো,
বিচার বিভাগের এক্তিয়ার নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তার প্রশ্ন যদি শীর্ষ আদালত সাংবিধানিক পরিবর্তন করে দেয় তাহলে দেশে আইনসভা বা সংসদের দরকার কী?
সম্প্রতি সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারের আবেদনের ভিত্তিতে এক যুগান্তকারী নির্দেশ দেয়। বিচারপতি জেবি পাদরিওয়াল এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চ বলে রাজ্যপাল কোনও বিল দীর্ঘদিন ফেলে রাখতে পারবে না। সর্বোচ্চ তিন মাসের মধ্যে বিল নিয়ে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। শীর্ষ আদালত এই একই বিষয় রাষ্ট্রপতির ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছে।
কেরালার রাজ্যপাল আর্লেকর এই নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে যা বলেছে তা তিনি বুঝতে পারছেন। একই সঙ্গে তিনি বলেন সংবিধানে এ কথা উল্লেখ নেই যে রাজ্যপালকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পাশ করে দিতে হবে। ঠিক এই নিয়েই এখন অবিজেপি সরকারগুলি প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ রাজ্যপালরা বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন ফেলে রাখছেন। এর ফলে রাজ্যে প্রশাসনিক কাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট বিল পাশ করার জন্য রাজ্যপালদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়।

03:30