নাইকো দুর্নীতি মামলায় বেকসুর খালাস খালেদা জিয়া সহ আট

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আঠার বছর আগের নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আট আসামির সবাইকে বেকসুর খালাসের রায় দিয়েছে আদালত। বাংলাদেশের বিখ্যাত সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম চার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন খালেদা জিয়া।তাঁর পক্ষে আদালতে ছিলেন তাঁর আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী রায়ে বিচারক বলেন, খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।কানাডার সংস্থা নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছিল এ মামলায়।
খালাসের আদেশের পর, খালেদা জিয়ার আইনজীবী জানান যে অবশেষে তারা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন। তাঁর অভিযোগ বিএনপি চেয়ারপারসনকে কেবল রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।