আশফাকুল্লার পর কিঞ্জলকে নোটিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের

পীযুষ চক্রবর্তী ও সিমন্তিনী সাহু


আবার এক পিজিটি চিকিৎসককে নোটিশ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। এবার শনিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল পিজিটি কিঞ্জল নন্দকে চিঠি পাঠালো। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দিন দশেক আগেই আসফাকুল্লা নাইয়াকে নোটিস পাঠিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। পুলিশও তাকে তলব করেছিল। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আশফাকুল্লা। সেই রেশ কাটার আগেই এবার আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জলকে নোটিশ পাঠিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। কিঞ্জলের সম্পর্কে জানতে আরজিকর কলেজ হাসপাতালের অধ্যক্ষকে চিঠি দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।


পিজিটি কিঞ্জল দীর্ঘ দিন ধরেই অভিনয় করেন। হাসপাতালের কাজকর্ম সামলেই তিনি সেই কাজ করে থাকেন। রাজ্য মেডিকেল কাউন্সিল জানতে চেয়েছে, সব কাজ সামলে কীভাবে শুটিংয়ের কাজ করেন? পাশাপাশি বিজ্ঞাপনেও তার মুখ দেখা গেছে। বিজ্ঞাপনের শুটিং করার জন্য কিঞ্জল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি নিয়েছিলেন কিনা তাও জানতে চাওয়া হয়েছে।

একইসঙ্গে তার উপস্থিতির হার কত তাও জানতে চাওয়া হয়েছে। কিঞ্জল অবশ্য দাবি করেছেন, তিনি কোনও নিয়মবহির্ভূত কাজ করেননি। আরজি কর আন্দোলনে যুক্ত থাকার জন্যই তাকে নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন কিঞ্জল।