Upload By K. Halder at 18th March 2025, 07:45 AM
বঙ্গবার্তা ব্যুরো,
এই মুহূর্তে ছয় পয়েন্ট নিয়ে কেকেআর ছয় নম্বরে। ট্রফি দৌড়ে টিকে থাকতে হলে কেকেআরকে বাকি সাত ম্যাচের পাঁচটিতে জিততে হবে। অন্তত ১৬ পয়েন্ট না পেলে নকআউট পর্বে যাওয়ার আশা না করাই ভালো। কারন ১৪ পয়েন্টে যাওয়ার আশা ক্ষীণ।
নাইট ম্যানেজমেন্ট যদি তাদের পারফরম্যান্সের কাঁটাছেড়া করতে বসে তাহলে রামনদীপ সিং,আন্দ্রে রাসেল,কুইন্টন ডি কক আতস কাঁচের তলায় আসবেন।

রামনদীপ সিং গত সাত ম্যাচে ২৯ রান করেছেন। যাকে চার কোটি টাকা খরচ করে রাখা হয়েছে তার ব্যাট থেকে প্রাপ্ত তিরিশের কম রান। স্ট্রাইক রেট ১২০ দশমিক আট তিন।
আন্দ্রে রাসেল করেছেন ৩৪ রান। ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা নেই। বোলিংয়ে ধার নেই। ব্যাটে ঝড় নেই। ক্যারিবিয়ান অলরাউণ্ডার এই বছরে ছন্দে নেই। পঞ্জাবের বিরুদ্ধে চাহালকে সামলে দলের রান ৯৫এ পৌঁছে দিলেন। তারপর তিনি ব্যাটিংয়ে যে ধৈর্য্য দেখাবেন বলে আশা করা হয়েছিল তা পারেননি। বোল্ড হলেন বলকে টেনে নিয়ে এসে। আগ্রাসী প্রতিআক্রমন নয় নাইট ম্যানেজমেন্ট তার ব্যাট থেকে চেয়েছিল সংযমী ব্যাটিং আক্রমন।

কুইন্টন ডি কক এখনও পর্যন্ত ১৪৬ রান করেছেন। তার মধ্যে গুয়াহাটিতে করা ৯৭ রান বাদ দিলে বাকি ম্যাচগুলো থেকে মোট রান ৪৯। তাহলে তাঁকে বিশ্রাম দিয়ে কেন গুরবাজকে খেলানো হবে না। একইভাবে কেন খেলানো হবে না রাভমান পাওয়েলকে।
নাইট ম্যানেজমেন্ট নিশ্চিতভাবে ২১ তারিখের ম্যাচের আগে ভাববেন। রাহানে তো সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন।