বই মেলার প্রহর গোনা শুরু, পরিকল্পনা প্রস্তুত বইপ্রেমীদের

Kolkata Book Fair Countdown Begins for Book Lovers

বঙ্গবার্তা ব্যুরো,
হাতে আর মাত্র দুদিন।
মঙ্গলবার শুরু হচ্ছে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন বইমেলার নিরাপত্তা নিয়ে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। সেখানে মেলা আয়োজক সংস্থা, পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষ ছাড়াও শোনো এইরকম এছাড়া ৫০ টাকার একটা প্যাকেট আছে চাওমিন একটার সঙ্গে একটা ফ্রি, আমি বিস্কুট আছে। ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা।

বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার জানান, বইমেলা সফল করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকছে। থাকছে সিসি ক্যামেরার নজরদারি, উর্দিধারী পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাকে পুলিশ কর্মীরা। অগ্নি নিরাপত্তা সুনিশ্চিত করতে দমকলের সুবন্দোবস্তও থাকছে এখানে। মেলার অগ্নি নিরাপত্তা সম্পর্কে বলতে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, অগ্নিনির্বাপন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গণে। মেলা মাঠের স্টলের অলিগলিতে অগ্নিসংযোগ ঠেকাতে ১২টি মোটরবাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে থাকছে ফায়ার রোবট, ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম।

এদিন বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু, গিল্ড কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ। এবছর বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেয়নি।আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তানিয়ে মামলা গিয়েছিল হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টও বিশ্ব হিন্দু পরিষদের আর্জি খারিজ করে গিন্ডের সিদ্ধান্তকেই বহাল রাখে। তবে শেষমেশ তারা বইমেলায় স্টল পেতে চলছে। তবে সংগঠনের নামে নয়, তাদের পত্রিকা ‘বিশ্ব হিন্দু বার্তা’কে স্টল দিতে রাজি হয়েছে গিল্ড। বিশ্ব হিন্দু বার্তাকে ২৪৯ নম্বর স্টল দেওয়ার কথা জানিয়েছেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।

এদিকে বইমেলা শুরুর আগে সাধারণ বই প্রেমীদের গলায় শোনা যাচ্ছে বইমেলাকে ঘিরে আগ্রহের সুর। কেউ কেউ বলছেন,বাঙালির বই পড়া বা কেনার অভ্যেস নিয়ে যত বিতর্কই থাক, বইমেলা আজও কিন্তু শিক্ষিত বাঙালির আবেগ ও ভালবাসার জায়গা। হতে পারে, এই মেলা ততটা আমজনতার নয়, যতখানি কবি-লেখক-সাহিত্যিক-প্রকাশকদের কাছে। তবু বইপ্রেমী, সংস্কৃতিবান বাঙালির কাছে বইমেলা সারা বছরের সবথেকে বড় উৎসব।