পীযূষ চক্রবর্তী ,
সাইবার প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ওই তিন অভিযুক্তের অন্যতম নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা উৎপল শিকদারের বাড়ি থেকে নগদ টাকা, ল্যাপটপ এবং মোবাইল উদ্ধার করেছে পুলিশ। উৎপলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ৭৪ লক্ষ টাকা উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে চারু মার্কেট থানা এলাকায় এক বয়স্ক মহিলা ডিজিটাল গ্রেফতারির ফাঁদে পড়েন। তখন তার কাছ থেকে ৬৬ লক্ষ টাকা আদায় করে অভিযুক্তরা। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে প্রতাপ রায় নামে এক প্রতারককে গ্রেফতার করে। তার কাছ থেকে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। প্রতাপের থেকেই উৎপলের খোঁজ জানা যায়। শুক্রবার প্রতাপের বাড়িতে পুলিশ হানা দিলে সেখান থেকে নগদ ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এরপর গ্রেফতার করা হয় কুমারেশ হালদার নামে আরও একজনকে। পুলিশ জানতে পেরেছে, ক্রিপটোকারেন্সি ব্যবহার করে মানুষকে বোকা বানানোর ‘মাস্টারমাইন্ড’ এই কুমারেশই। কৃষ্ণনগরের বাসিন্দা হলেও রাজারহাটের চিনার পার্কে একটি ফ্ল্যাটে থাকে সে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।