নিরাপত্তারক্ষী পেতে, কুন্তল মিথ্যাবাদী দাবি তাপস মণ্ডলের

Kuntal Ghosh Claims Threats, Tapas Mandal Calls It a Lie

পীযূষ চক্রবর্তী,
কয়েকদিন আগেই বিচার ভবনে বিচারকের কাছে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় জেলখাটা কুন্তল বিচারকের কাছে দাবি করেছিলেন আদালতে এজলাসের বাইরে তাকে হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের লোকজনকেও খুন করার হুমকি দিয়েছে আদালত চত্বরে উপস্থিত থাকা দুজন। তিনি এও বলেছিলেন, নিয়োগ দুর্নীতি মামলায় আর এক অভিযুক্ত তাপস মণ্ডলের নাম করে ওই দুজন তার কাছ থেকে ১৯ কোটি টাকা ফেরত চাইছেন। তাপস নাকি তাকে ওই টাকা দিয়েছিলেন!
সোমবার কুন্তলের ওই অভিযোগের উত্তর দিলেন তাপস। তার অভিযোগ, নিরাপত্তা পাওয়ার জন্য নাটক করছেন কুন্তল। তিনি এও বলেন, আদৌ তাকে কেউ হুমকি দিয়েছে কিনা তার সন্দেহ রয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা তাপসকেও গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সোমবার কলকাতার বিচার ভবনে এসে কুন্তলের আগের দিনের দাবি প্রসঙ্গে তাপস বলেন, ‘কুন্তলকে কেউ হুমকি দিয়েছেন বলে আমার তো বিশ্বাস হয় না। আসলে নিরাপত্তারক্ষী পাওয়ার জন্য ও এই নাটক করছে। কুন্তল আগে নীলবাতির গাড়ি আর বাউন্সার নিয়ে ঘুরত। এখন সে সব কিছুই পাচ্ছে না।

01:40