বঙ্গবার্তা ব্যুরো: বড়সড় রেল দুর্ঘটনা মহারাষ্ট্রে। রেললাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাওঁয়ের পাচোরা স্টেশনের কাছে। এই ঘটনার পর ফের একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।
এদিন বিকেলে পাচোরা স্টেশনের কাছে হঠাৎ এ দাঁড়িয়ে পড়ে পুষ্পক এক্সপ্রেস। তখন যাত্রীদের একাংশ রেললাইনে নেমে দাঁড়ায়। সেই সময় ওই যাত্রীদের ধাক্কা দেয় কর্নাটক এক্সপ্রেস। যাত্রীদের উপর দিয়ে চলে যায় ট্রেনটি। কমপক্ষে ছ’জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা বহু। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলছে।
সূত্রের খবর, পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। যাত্রীরা চেন টানলে পাচোরা স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পাশে রেললাইনের উপর দাঁড়ান। তখনই উল্টো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেস তাঁদের উপর দিয়ে বেরিয়ে যায়। মৃত্যু হয় বেশ কয়েকজনের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছ’জন বলে জানা গিয়েছে। খবর পেয়ে রেলের লোকজন চলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
মধ্যরেলের প্রধান মুখপাত্র স্বপ্নীল নীলা একটি সর্বভারতীয় স্তরের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ট্রেনে আগুন লেগেছে বলে গুজব শুনে পুষ্পক এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। উল্টো দিক থেকে কর্নাটক এক্সপ্রেস তাঁদের ধাক্কা মেরেছে।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।