পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর সুযোগ হাতছাড়া করেছে কেন্দ্র, অভিযোগ মমতার

Mamata Banerjee Religious Comments Directive

Published by Subrata Halder, 10 June 2025, 07:08 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনার সুযোগ ছিল, বিধান সভায় সেনাদের কৃতিত্বের প্রশংসার মাঝে কেন্দ্রের ভূমিকার
সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় সেনার প্রত্যাঘাত এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে অপারেশন এই সমস্ত কিছুর প্রেক্ষিতে আজ রাজ্য বিধানসভায় সেনার বীরত্বকে সম্মান জানিয়ে একটি প্রস্তাব পেশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবের সমর্থনে বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর প্রশংসা করলেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, আমি সম্মান জানাচ্ছি সেনাবাহিনীকে। কিন্তু কেন্দ্রীয় সরকারের আরও দৃঢ় হওয়া উচিত ছিল। এবার তো সুযোগ ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনার। কেন তা করা গেল না ?
বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসের কোনও ধর্ম নেই। জঙ্গিরা হিন্দু-মুসলিম দেখে না। আমরা কেউই সন্ত্রাসবাদ সমর্থন করি না। সন্ত্রাসবাদ সর্বত্রই অভিশাপ। এরা কোথা থেকে এসে হামলা চালাল, মেরে দিয়ে চলে গেল, আর ধরা গেল না ? তিনি প্রশ্ন তোলেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে দেশের কূটনৈতিক অবস্থান এত দুর্বল কেন ? পাকিস্তান এত বড় জঙ্গি আক্রমণের পরেও কিভাবে আইএমএফ বা আমেরিকার কাছ থেকে অর্থ সাহায্য পায় ? জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে সন্ত্রাস দমন কমিটির ভাইস চেয়ারম্যান করা হয় কীভাবে ? তাহলে কি আমরা কূটনৈতিকভাবে ফেল করলাম ?
প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের পররাষ্ট্রমন্ত্রী একজন ভাল মানুষ। কিন্তু ভাবতে হবে, আমাদের ভিতরে কোনও যোগাযোগের ঘাটতি হচ্ছে না তো, যার সুযোগ নিচ্ছে বিদেশি শক্তি ? আমাদের আরও সংগঠিত হওয়া দরকার, বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বার্তা দেন দেশের অবস্থান এমনই হওয়া উচিত, যাতে কেউ আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
কাশ্মীর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমরা বারবার দেখি বাংলা সব সময় অবহেলার শিকার হয়। অথচ বাংলা সব সময় জাতীয় সঙ্কটে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজও সেই জায়গা থেকে আমরা বিধানসভায় সেনার বীরত্বকে সম্মান জানাচ্ছি। এই উদ্যোগ দেশের অন্য রাজ্যগুলির ও অনুসরণ করা উচিত।
কাশ্মীরের সৌন্দর্যের প্রশংসা করতে করতেই মুখ্যমন্ত্রী বারবার বৈসরণ ভ্যালিতে হওয়া নির্মম জঙ্গি হামলার কথা স্মরণ করে বলেন, আমাদের বাংলারও তিনজন নাগরিক প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। শুধু শোক জানিয়ে দায় শেষ হয় না। এক জন সংখ্যালঘু নাগরিক হিন্দু তীর্থযাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন তার কৃতিত্বকেও সম্মান জানাতে হবে।
মুখ্যমন্ত্রী সেনার বীরত্বকে শ্রদ্ধা জানালেও, দেশের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন। তার মতে, এই ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে ভারতকে আরও কঠোর, আরও প্রস্তুত হতে হবে পরিস্থিতি মোকাবিলার জন্য।

03:24