প্ররোচনায় পা দেবেন না সম্প্রীতি বজায় রাখুন সমাজ মাধ্যমে বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee message peace social media Wakf Bill

Upload By K. Halder at 12th March 2025, 05:53 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ধর্মের নামে অধার্মিক কাজ করবেন না। যে আইন এ রাজ্যে লাগু হবে না, তা নিয়ে অশান্তি কেন? নিজের সমাজ মাধ্যমে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন তিনি বলেন, কোনও রকম অশান্তি ছড়াবেন না। শান্ত থাকুন, সংযত থাকুন। সব ধর্মের মানুষের কাছে ত্তিনি আহ্বান জানিয়েছেন শান্তি বজায় রাখুন। সব মানুষের জীবনের মূল্য আছে। রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। যারা দাঙ্গা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।


এই প্রসঙ্গেই তিনি নাম না করে বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম মানে মানবিকতা, সম্প্রীতি, সৌহার্দ্য। সকলে শন্তি বজায় রাখুন। শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেছেন , যারা দাঙ্গা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


যে ওয়াকফ আইনকে নিয়ে এত প্রতিবাদ তাই নিয়েও নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। মমতা বলেন এই আইন আমরা করিনি। কেন্দ্রীয় সরকার করেছে। আমরা এই আইন লাগু করব না। তাহলে প্রতিবাদ কিসের জন্য।
এদিকে মুখ্যমন্ত্রীর সমাজ মাধ্যমের বক্তব্যকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন এটা রাজ্য সরকারের মদত পুষ্ট দাঙ্গা। এখন বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে বলে তিনি শান্তির কথা বলছেন। তিনি বলেন তারা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন, উপদ্রুত এলাকায় ২৫৫ ধারা জারি করা হোক। রাজ্য পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণের ইচ্ছে নেই বলেও তিনি অভিযোগ করেছেন।

05:11