বঙ্গবার্তা ব্যুরো,
সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষা কর্মী চাকরি হারিয়েছেন। সেই চাকরিহারা এবং বঞ্চিতদের নিয়ে তৈরি হয়েছে ঐক্য মঞ্চ। এবার সেই ঐক্য মঞ্চ নবান্ন অভিযাণের ডাক দিল।
সংগঠনের সভাপতি আশিষ খামরুই আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বলেন,সরকারের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জোটেনি, দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই মুখ্য মন্ত্রী যদি তাদের অবিলম্বে ডেকে কোনো সুরাহা না করেন তবে নবান্ন অভিযান হবে।
২১ তারিখ নবান্ন অভিযান করবেন। খমরুই ছাড়াও অন্য সদস্যরা বলেন, তাদের প্রত্যেক সংগঠনের সঙ্গে আলোচনা করে পদেক্ষেপ করতে হবে। কোনো প্রতিশ্রুতি নয় তারা বা বাস্তবায়ন চান। সরকার যদি তাদের দাবি না মানেন তাহলে তারা নবান্ন অভিযান কর্মসূচি বহাল রাখবেন।