জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

বঙ্গবার্তা ব্যুরোঃ বিতর্কের পারদ চড়তেই বুধবার জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া। সেই সঙ্গে তাঁর মন্তব্যকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলেও অভিহিত করা হয়েছে।সম্প্রতি ভারতের নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ।১০ জানুয়ারি একটি পডকাস্টে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ৪০ বছর বয়সী জুকারবার্গ বলেছিলেন যে কোভিড মহামারী বিশ্বের সর্বত্র সরকারের প্রতি জনগণের আস্থাহানি ঘটিয়েছে।এই প্রসঙ্গে তিনি ভারতের উদাহরণ ভুলভাবে উল্লেখ করেন।জুকারবার্গ মন্তব্য করেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে। সেখানে ভারতের প্রসঙ্গও তোলেন তিনি।বলেন যে ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে। ভারতেও হয়েছে। প্রত্যেক জায়গায় শাসকদল পরাজিত হয়েছে।
নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকারবার্গের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। করোনার সময় বিশ্বজুড়ে শাসকদলের উপর মানুষের আস্থা কমার ফল নির্বাচনে পড়ে বলে মন্তব্য করেন মেটার কর্ণধার।এর প্রভাবে ভারতে শাসকদল পরাজিত হয়েছে এমনটা বোঝাতে চাইলেও বাস্তবে তা হয় নি। ভারতের নির্বাচন নিয়ে এহেন ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে মেটা কর্তৃপক্ষকে তলব করার কথা জানায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।মঙ্গলবার যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান কোনও গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটি দেশের ভাবমূর্তিকে নষ্ট করে।
এ হেন পরিস্থিতিতে মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল মঙ্গলবার রাতে তার সিইও মার্ক জুকারবার্গের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।এই তথ্য দিয়েছে হিন্দুস্থান টাইমস।মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল ১৪ জানুয়ারি মঙ্গলবার এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘মার্কের পর্যবেক্ষণ যে অনেক ক্ষমতাসীন দল ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়নি তা বেশ কয়েকটি দেশের জন্য সত্য, তবে ভারতের জন্য নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ সাংসদ নিশিকান্ত দুবে বুধবার ২০২৪ সালে দেশের নির্বাচন সম্পর্কে মেটার সিইও মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনাকে ‘ভারতের নাগরিকদের জয়’ বলে অভিহিত করেছেন।