বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার রাতে ওয়াশিংটনের রেগান ন্যাশনাল এয়ারপোর্ট-এর কাছে মধ্য আকাশে পিএসএ এয়ারলাইন্স-এর একটি বিমানের সঙ্গে সেনাবাহিনীর একটি সিকরস্কি এইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হতাহতের সংখ্যা বাড়ছে।অ্যামেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, পিএসএ এয়ারলাইন্স-এর বিমানে ৬০জন যাত্রী এবং ৪জন ক্রু ছিল।সেনা কর্মকর্তাদের তথ্য, হেলিকপ্টারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তিনজন সেনা ছিল।
সংঘর্ষের পরে বিমানটি পাশের পটম্যাক নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সব উড়ান ওঠানামা আপাতত বন্ধ করে দেওয় হয়েছে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি সংস্থা রেগান বিমানবন্দর সংলগ্ন নদীতে উদ্ধারকাজে ঝাপিয়ে পড়েছে।কেনেডি সেন্টারের এক ভিডিওয় দেখা যায়, আকাশে দুটি আলো একে অপরের উপরে পড়ে বিস্ফোরণ হয়।
দুর্ঘটনাস্থলটি হোয়াইট হাউজের থেকে খুব বেশি দূরে নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন যে তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।গোটা পরিস্থিতির উপর নজর রাখার কথা জানিয়েছেন তিনি।মার্কিন ফেডারেল বিমান পরিচালনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে স্থানীয় সময় অনুযায়ী, রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তথ্য সংগ্রহ করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ।