ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন, বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বঙ্গবার্তা ব্যুরো,

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শপথ নেওয়ার পরেই দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বিশ্ব।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স বার্তায় লিখেছেন, “আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি @realDonaldTrump যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে আপনার ঐতিহাসিক অভিষেকের জন্য অভিনন্দন! আমাদের উভয় দেশের ভালোর জন্য এবং বিশ্বের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আমি আরও একবার ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।”


বার্তায় প্রধানমন্ত্রী মিস্টার প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ হিসাবে উল্লেখ করার পাশাপাশি আরও একবার একসঙ্গে ভারত এবং আমেরিকা কাজ করবে বলেও বার্তায় ইচ্ছাপ্রকাশ করেছেন – যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


ওয়াশিংটন ডিসিতে ইউএস ক্যাপিটলে ৬০তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর বিশেষ দূত হিসাবে প্রতিনিধিত্ব করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।তিনি নতুন মার্কিন প্রেসিডেন্টের জন্য প্রধানমন্ত্রী মোদীর একটি চিঠি নিয়ে যান। বন্ধু নরেন্দ্র মোদীকে এই শপথগ্রহণ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানালেও তা ব্যক্তিগতভাবে রক্ষা করা সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর।

এক পোস্টে জয়শঙ্কর লিখেছেন, “আজ ওয়াশিংটন ডিসিতে ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।”