বঙ্গবার্তা ব্যুরো,
স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবস ও জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠের ভক্ত সমাগম। ঠাকুর শ্রী রাম কৃষ্ণের কথায় যিনি সপ্ত ঋষির এক ঋষি। সেই জ্যোতিষ্কের জন্মতিথিতে ভোর সাড়ে চারটে স্বামীজীর মন্দিরে হবমঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা এরপর বেদ পাঠ, স্তব গান, বিশেষ পূজা ও হোমের আয়োজন করা হয়েছে।
অস্থায়ী মঞ্চেও সকাল থেকেই চলছে নানান সাংগীতানুষ্ঠান। স্বামীজীর ঘরেও সকাল থেকে চলছে তার পছন্দের উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়াল, বিবেকানন্দ গীতি, কঠপনিষদ,শাস্ত্রীয় সংগীত যুগলবন্দী ও তবলা লহরার আয়োজন করা হয়েছে। দুপুর তিনটে অস্থায়ী মঞ্চে ধর্মসভা যেখানে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী উপস্থাপনা করা হবে।
আজকের এই বিশেষ দিনে বেলুড় মঠের পক্ষ থেকে মা সারদা সদাব্রত ভবনে বেলা১১ টা থেকেদুপুর ২ টো পর্যন্ত আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এদিন বেলুড়মঠে দূরদূরান্ত থেকে আগত প্রচুর ভক্তর সমাগম হয়ে থাকে তাদের নিরাপত্তার খাতিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।