অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের মুক্তি চাইলেন তাঁর আইনজীবী

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় নির্দোষ বলে আগেই দাবি করেছিলেন তাঁর আইনজীবী। সঞ্জয় আদালতের বাইরে বার বার দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে বলে। এবার আদালতে অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের বেকসুর খালাস চাইলেন তাঁর আইনজীবী। বুধবার শিয়ালদহ আদালতে মামলার বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতে সেই আর্জিই জানান সঞ্জয়ের আইনজীবী।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে কোনও চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে তাঁরা দুজনেই জামিন পেয়ে গিয়েছেন।
ধৃতের আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা অভিযুক্তের মুক্তি চেয়েছেন। সিবিআই যে প্রমাণ দিচ্ছে, তা পর্যাপ্ত নয়। বরং অভিযুক্ত আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত নন। নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোনও চিহ্ন পাওয়া যায়নি।
ধৃতের আইনজীবী এও দাবি করেন, গোটা ঘটনাটি সাজানো হতে পারে। সঞ্জয় কিছুই করেননি। ওঁকে ফাঁসানো হয়েছে।